আগামী ৯ জানুয়ারি ২০২৫ তারিখ, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬:০০টায়, বাস্থই কার্যালয়ে “Neighbours: Reflections on an Exhibition” শীর্ষক একটি লেকচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই আয়োজনে প্রফেসর Philip Ursprung (শিল্প ও স্থাপত্যের ইতিহাস বিশেষজ্ঞ এবং ইটিএইচ জুরিখের স্থাপত্য বিভাগের সাবেক ডীন) বক্তব্য রাখবেন। লেকচারে অংশগ্রহণে আগ্রহী স্থপতিরা রেজিষ্ট্রেশন করতে নিচের লিংক ক্লিক করুন।
অনুষ্ঠিতব্য এই লেকচার অনুষ্ঠানে আপনাদের সকলের আমন্ত্রণ!