IAB Org

চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদের ডিজাইন সংক্রান্ত উন্মুক্ত নকশা প্রতিযোগিতার নতুন সময়সূচী

বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউ (বাস্থই) এর তত্ত্বাবধানে চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদের ডিজাইন সংক্রান্ত উন্মুক্ত নকশা প্রতিযোগিতার নতুন সময়সূচী আজ, ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ, বৃহস্পতিবার ঘোষিত হয়েছে। গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন এর সময়সূচীরও কিছুটা পরিবর্তন করা হয়েছে।
নতুন সময়সূচী অনুযায়ী, ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে ৩ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে।
প্রতিযোগিতার তারিখ:
রেজিষ্ট্রেশন: ২৬/১২/২০২৪ থেকে ০৩/০১/২০২৫
এ বিষয়ে কোন কিছু জানার থাকলে তা আগামী ০৯/০১/২০২৫ তারিখের মধ্যে জানানোর জন্য অনুরোধ করা হলো।
প্রশ্ন (যদি থাকে) এর উত্তর প্রদান করা হবে ১৪/০১/২০২৫ তারিখ,
নকশা জমাদানের তারিখ: ১৩/০২/২০২৫
জুরী: ১৫/০২/২০২৫
প্রদর্শনী: ১৬/০২/২০২৫ থেকে ১৯.০২.২০২৫।
বাস্থইর সকল সদস্যকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
প্রতিযোগিতার বিস্তারিত জানতে বাস্থই’র সাথে যোগাযোগ করতে অথবা ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে বাস্থই’র প্রেরিত ইমেইল দেখার জন্যেও অনুরোধ জানানো হলো।

Scroll to Top