IAB Org

বাস্থই সদস্যপদ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট (বাস্থই) এর ২৬তম নির্বাহী পরিষদ এর “সদস্যপদ বিষয়ক উপদেষ্টা কমিটি” কর্তৃক বাস্থই “সদস্যপদ” অন্তর্ভূক্তির পরীক্ষা কার্যক্রমের সময়সূচি নিম্নোক্তভাবে নির্ধারণ করা হয়েছে:

  • পরীক্ষার প্রস্তুতি কর্মশালা (Exam Preparation Workshop)-৩০শে জানুয়ারি, ২০২৫ ।
  • সদস্য পদের লিখিত পরীক্ষা (Written Exam for Membership) ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ।

“সদস্যপদ” গ্রহণে আগ্রহী সহযোগী-সদস্যগণ আগামী ২৫শে জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বাস্থই মেম্বারশীপ পোর্টাল (www.iab.org.bd)-এ আবেদন করে নির্ধারিত ফি প্রদান পূর্বক প্রস্তুতি কর্মশালা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

স্থপতি আহসানুল হক রুবেল
সম্পাদক, সদস্যপদ
২৬তম নির্বাহী পরিষদ, বাস্থই।

Scroll to Top