IAB

বাস্থই’র নব নির্মিত ওয়েব পোর্টাল www.iab.org.bd চালু করা হয়েছে।

বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট (বাস্থই) এর সাথে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাস্থই’র নব নির্মিত ওয়েব পোর্টাল www.iab.org.bd বর্তমানে চালু করা হয়েছে। ফলশ্রুতিতে বাস্থই’র পূর্বের ওয়েব পোর্টাল www.iab.com.bd অনিবার্য কারনবশত: স্থগিত করা হয়েছে। নতুন ওয়েব পোর্টালের তথ্য বাস্থই সংশ্লিষ্ট সকল সংস্থাকেই ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজউক এর সাথে বাস্থই ওয়েব পোর্টালের এপিআই ইন্টিগ্রেশন (API Integration) ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এরপরেও যদি কোন সদস্য বাস্থই ওয়েব পোর্টাল নিয়ে কোন সমস্যা বোধ করেন তবে তা 55007195, 55007196 নম্বরে কল করে (সকাল ১১:০০টা হতে রাত ৮:০০টা পর্যন্ত) অথবা mail@iab.com.bd তে ইমেইল করে জানানোর জন্য অনুরোধ করা হলো।
সংশ্লিষ্ট সকলের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে ।
Scroll to Top