বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) এর ২৬তম নির্বাহী পরিষদ এর “সদস্যপদ বিষয়ক উপদেষ্টা কমিটি” কর্তৃক বাস্থই “সদস্যপদ” অন্তর্ভূক্তির পরবর্তী পরীক্ষা (Cycle-4) কার্যক্রমের সময়সূচি নিম্নোক্তভাবে নির্ধারণ করা হয়েছে:
- পরীক্ষার প্রস্তুতি কর্মশালা (Exam Preparation Workshop)- ৪ আগস্ট ২০২৫
- সদস্য পদের লিখিত পরীক্ষা (Written Exam for Membership) ১৪ আগস্ট ২০২৫
“সদস্যপদ” গ্রহণে আগ্রহী সহযোগী-সদস্যগণ আগামী ৩০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত বাস্থই মেম্বারশীপ পোর্টাল (www.iab.org.bd)-এ আবেদন করে নির্ধারিত ফি প্রদান পূর্বক প্রস্তুতি কর্মশালা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
স্থপতি আহসানুল হক রুবেল
সম্পাদক, সদস্যপদ
২৬তম নির্বাহী পরিষদ, বাস্থই।