IAB

Event Management & Coordination

প্রোগ্রাম অফিসার (ইভেন্ট ম্যানেজমেন্ট ও কো-অর্ডিনেশন)

খন্ডকালীন চাকুরীর বিজ্ঞপ্তি

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) দেশের স্থপতিদের কেন্দ্রীয় সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে স্থাপত্য উন্নয়ন, গবেষণা ও পেশাগত নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতায়, আমাদের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নিম্নলিখিত পদে খণ্ডকালীন জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

প্রধান দায়িত্বসমূহঃ

  • বাস্থই কর্তৃক আয়োজিত বিভিন্ন ইভেন্ট এবং কার্যক্রমে সহায়তা প্রদান

  • ইভেন্ট সম্পর্কিত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রস্তুত

  • ইভেন্টের নথিপত্র সংরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমে সহায়তা

  • স্থপতিদের প্রশিক্ষণ ও ওয়ার্কশপ ব্যবস্থাপনায় সহায়তা

  • বাস্থই এর নিয়মিত কার্যক্রমে সহায়তা প্রদান

  • প্রতিবেদন সংকলন ও প্রশাসনিক কার্যক্রমে সহায়তা

  • বাস্থই-এর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনায় সহায়তা

আবশ্যক যোগ্যতাঃ

  • বাস্থই এর সহযোগী সদস্য/সদস্য

  • বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা

  • MS Office ও Adobe Creative Suite ব্যবহারে দক্ষতা

  • দলবদ্ধভাবে ও স্বপ্রণোদিতভাবে কাজ করার মানসিকতা

সুবিধাসমূহঃ

  • সম্মানজনক বেতন

  • কাজের ভিত্তিতে অভিজ্ঞতা সনদ

  • স্থপতি সমাজের সাথে সরাসরি কাজ করার সুযোগ

আবেদন পদ্ধতিঃ

আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা একটি ছবি, বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV) ও একটি কভার লেটার সাধারণ সম্পাদকের ঠিকানায় ইমেইলের মাধ্যমে আবেদন পাঠাতে অনুরোধ করা যাচ্ছে:

ইমেইল: mail@iab.com.bd

বিষয় লাইনে অবশ্যই উল্লেখ করতে হবে:
“Application for Part-time Program Officer (Event Management & Coordination)”

চাকরির ধরণ

খণ্ডকালীন (Part-time) (5:30 PM – 9:30 PM)

চাকরির সময়কাল

ছয় (০৬) মাস (প্রয়োজনে নবায়নযোগ্য)

কর্মস্থল

বাস্থই কেন্দ্রীয় কার্যালয়, আগারগাঁও, ঢাকা

আবেদনের শেষ তারিখ

৩ জুন ২০২৫, সোমবার, রাত ৮:০০টা

Scroll to Top