বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) এর ২৬তম নির্বাহী পরিষদ এর “সদস্যপদ বিষয়ক উপদেষ্টা কমিটি” কর্তৃক বাস্থই “সহযোগী সদস্যপদ” অন্তর্ভূক্তির পরবর্তী সাক্ষাৎকার অনুষ্ঠান (Orientation Program) আগামী ২১ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
“সহযোগী সদস্যপদ” গ্রহণে আগ্রহী প্রার্থীগণ আগামী ১৮ জুন ২০২৫ তারিখ রাত ৮:০০ টার মধ্যে বাস্থই মেম্বারশীপ পোর্টাল (www.iab.org.bd)-এ আবেদন করে নির্ধারিত ফি প্রদান পূর্বক সাক্ষাৎকার অনুষ্ঠান (Orientation Program)-এ অংশগ্রহণ করতে পারবেন।
স্থপতি আহসানুল হক রুবেল
সম্পাদক, সদস্যপদ
২৬তম নির্বাহী পরিষদ, বাস্থই।