স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের মৃত্যুবার্ষির্ক
বাংলাদেশের আধুনিক স্থাপত্যের পথিকৃৎ স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের প্রয়াণের এক যুগ হতে চলেছে। তিনি ২০১২ সালের ১৫ জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে অসীমের পথে যাত্রা শুরু করেন।
১৯২৩ সালে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে জন্ম নেয়া স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম শুধুমাত্র বাংলাদেশের নয় সমগ্র ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা আধুনিক স্থপতিদের মধ্যে অন্যতম। ১৯৪৬ সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রকৌশলবিদ্যায় পড়াশুনা শেষ করে উচ্চতর শিক্ষার জন্যে বিদেশে পাড়ি জমান। পড়াশুনা শেষ করে দেশে ফেরত এসে ‘বাস্তুকলাবিদ’ নামের একটি স্থাপত্য পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তোলেন। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় গ্রন্থাগার ও জাতীয় আর্কাইভ ভবনসহ অনেকগুলো স্থাপনার ওমাষ্টার প্ল্যানের নকশা প্রণয়ন করেন।
তিনি বাংলাদেশের স্থাপত্যচর্চার পথকে আরও সুগম করেছেন। এছাড়া বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট গঠনে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি ছিলেন ‘বাস্হই’-এর প্রথম সভাপতি। দেশে-বিদেশে তাঁর অনবদ্য স্থাপত্যের নকশার জন্যে পেয়েছিলেন বেশ কিছু সম্মাননা ও আন্তর্জাতিক খ্যাতি। সম্প্রতি ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে স্হাপত্যাচার্য মাজহারুল ইসলামের ১২টি প্রকল্প স্হান করে নিয়েছে ।
বাংলাদেশ স্থপতি ইন্সিটিউট তাঁর ১২ তম মৃত্যুবার্ষিকীতে সকলের পক্ষ থেকে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামকে জানাচ্ছে বিনম্র শ্রদ্ধা ও সম্মান।
পোস্টার ডিজাইন: মুহাম্মদ শাফায়েত হোসেন (এইচ-২৭৩)