IAB Org

চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার আহবান

আমাদের দেশ এক ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন; খাদ্য, পানি এবং জরুরী চিকিৎসার অভাবে ভুগছেন। এই মুহূর্তে আমাদের সকলের দায়িত্ব মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া। বন্যার্তদের পাশে দাঁড়ানো।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার লক্ষ্যে বাস্থই ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে এবং একটি “ত্রাণ-তহবিল” খুলেছে। স্থপতিরা এই ত্রাণ-তহবিলে তাঁদের সাধ্যমত আর্থিক সহায়তা প্রদান করতে পারেন।
কেউ চাইলে নগদ অর্থ প্রদানের পাশাপাশি
শুকনো খাবার, পরনের কাপড় (নতুন শাড়ি/লুঙ্গি), শিশু খাদ্য, স্যানেটারি প্যাড, স্যালাইন, জরুরী ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডিজেল, লাইফ জ্যাকেট, চার্জার লাইট, পাওয়ার ব্যাংকসহ যে কোন প্রকার ত্রাণ সামগ্রী বাস্থই কার্যালয়ে পৌছে দিতে পারেন।
সকল ত্রাণ সামগ্রী একত্রিত করে, পরিস্থিতি বিবেচনায় সম্ভব হলে, স্থপতিদের স্বেচ্ছাসেবক দল কিংবা দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ সরবরাহ কাজের সাথে সরাসরি যুক্ত অভিজ্ঞ কর্মীদল/সেনাবাহিনীর মাধ্যমে বন্যা দূর্গতদের মাঝে দ্রুত পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।
এছাড়া যারা জরুরী ত্রাণ সেবা কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আগ্রহী, তাঁদেরকে বাস্থই অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবেলায় আমরা সমর্থ হবো, আশা রাখি।
Scroll to Top