IAB Org

জাতীয় প্রেস ক্লাবে “অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশ স্থপতি ইনসটিটিউটের পক্ষ থেকে ড্যাপ স্থগিতকরণের দাবী, প্রত্যাশা এবং জনস্বার্থ” শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জাতীয় প্রেস ক্লাবে “অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশ স্থপতি ইনসটিটিউটের পক্ষ থেকে ড্যাপ স্থগিতকরণের দাবী, প্রত্যাশা এবং জনস্বার্থ” শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে, সকাল ১১:০০ টায়, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশ স্থপতি ইনসটিটিউটের পক্ষ থেকে ড্যাপ স্থগিতকরণের দাবী, প্রত্যাশা এবং জনস্বার্থ” শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণের মধ্য দিয়ে সংবাদ সম্মেলনটি শুরু করেন বাস্থই’র সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান। পরবর্তীতে লিখিত বক্তব্য (কি–নোট) পাঠ করে শোনান বাস্থইর সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি মো: আলী নকী।
সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি)-র বক্তব্যের পর বাস্থই সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ তাঁর বক্তব্য উপস্থাপন করেন। তিনি, বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২–৩৫) বা ড্যাপে বিদ্যমান বৈষম্য ও অস্পষ্ট প্রক্রিয়ায় প্রণীত ড্যাপের অসঙ্গতিসমূহ উল্লেখ করে অবিলম্বে এই ড্যাপ বাস্তবায়ন স্থগিত করে এর আইনী এবং অন্যান্য অসঙ্গতি দূর করার জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বলেন।
সভাপতির বক্তব্যের পর সাংবাদিকদের জন্য প্রশ্নত্তোর পর্ব শুরু হয়। এখানে সভাপতিসহ সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মাহফুজুল হক জুগলুল, সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, সম্পাদক (পেশা) স্থপতি মো: নাজমুল হক বুলবুল, সম্পাদক (পরিবেশ ও নগরায়ন) স্থপতি সুজাউল ইসলাম খান, সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাবরিনা আফতাব এবং বাস্থই ড্যাপ কমিটির সদস্য স্থপতি আমিনুল ইসলাম ইমন প্রশ্ন উত্তর পর্বে অংশ গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে রাজউকের অসাধুচক্রের দৌরাত্মসহ নগর পরিকল্পনা সংক্রান্ত দেশের প্রচলিত আইনের অস্পষ্টতার কারণে জনভোগান্তির কথা উঠে আসে। একটি নগরের যথাযথ স্থানিক বিন্যাস নিশ্চিত করতে নগরবিষয়ক নীতিমালা প্রণয়নে বাস্থইসহ অন্যান্য পেশাজীবী সংগঠন গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।
আয়োজিত সংবাদ সম্মেলনে বাস্থই’র ২৫তম নির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, কোষাধ্যক্ষ স্থপতি মীর মো: নাইয়ান সাকিব, সম্পাদক (সদস্যপদ) স্থপতি আহসানুল হক রুবেল, সম্পাদক (প্রকাশনা ও প্রচার) স্থপতি শফিউল আজম শামীম, সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি) স্থপতি মো: জিয়াউল শরীফসহ উল্লেখযোগ্য সংখ্যক স্থপতি উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সের মিডিয়া কভারেজ লিঙ্কসমূহ:
Scroll to Top