IAB FLOOD ASSISTANCE COMMITTE এর একটি দল আজ সকালে ১০০ ব্যাগ ( প্রতি ব্যাগে ১৩ কেজি খাদ্য সামগ্রী) ত্রাণ ও আরো অন্য কিছু সামগ্রী নিয়ে ঢাকা থেকে কুমিল্লার বন্যা দুর্গত এলাকায় বিতরণের জন্য রওনা দিয়েছে।
স্থপতি রায়হার রশিদ রুমির নেতৃত্বে, কুমিল্লায় ত্রাণ বিতরণ শেষে ফেনীর প্রত্যন্ত গ্রাম পৈথারাতে স্থপতিদের এ দলটি সেখানকার ক্ষতিগ্রস্ত মাটির ঘরগুলো পরিদর্শন করবেন। আগামীকাল স্থপতিদের আরও একটি দল ঢাকা থেকে রওনা দিয়ে তাদের সাথে পৈথারাতে মিলিত হবেন। ইনশাআল্লাহ।
আশা করা যাচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্ত ঘরগুলি নতুন ডিজাইনে পুনর্নির্মাণের কাজ শুরু করা যাবে। এ ব্যাপারে সকল স্থপতির কাছে আমরা আবারো আর্থিক সহায়তার জন্য হাত বাড়াবো।
সোশ্যাল রেস্পন্সিবিলিটি কমিটি,
আই এ বি