অত্যন্ত দু:খের সাথে জানানো যাচ্ছে যে, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় আর্কিটেকচার ডিপার্টমেন্টের ১ম ব্যাচের প্রাক্তন কৃতি ছাত্র, বাস্থই সহযোগী সদস্য, স্থপতি সৈয়দ হুমায়ুন রশিদ (রনি) (এআর-৩৮০), আজ দুপুরে ধানমণ্ডিতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রয়াত স্থপতি ২০১৪ সালে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
স্থপতি সৈয়দ হুমায়ুন রশিদ (রনি) (এআর-৩৮০) কে হারিয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীগণ একজন অভিভাবক স্থানীয় ব্যক্তিকে হারিয়েছেন।
স্থপতি সৈয়দ হুমায়ুন রশিদ (রনি) (এআর-৩৮০) এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো বাস্থইর গভীর সমবেদনা।