২৬ শে ডিসেম্বর ২০২৪ তারিখে ঢাকাস্থ বাস্থই কার্যালয়ে একটি যৌথ সভার মাধ্যমে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ২৫ তম নির্বাহী পরিষদ নবনির্বাচিত ২৬ তম নির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় উভয় নির্বাহী পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে বাস্থই ২৬ তম নির্বাহী পরিষদের নির্বাচন গত ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।
২৬ তম নির্বাহী পরিষদের সদস্যরা হলেন-
১. স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ – সভাপতি
২. স্থপতি নওয়াজীশ মাহবুব – সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি)
৩. স্থপতি খান মো: মাহফুজুল হক জগলুল – সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক)
৪. স্থপতি ড. মাসুদ উর রশিদ – সাধারণ সম্পাদক
৫. স্থপতি ড. মো: নওরোজ ফাতেমী – সহ-সাধারণ সম্পাদক
৬. স্থপতি চৌধুরী সাইদুজ্জামান – কোষাধ্যক্ষ
৭. স্থপতি মো: মারুফ হোসেন – সম্পাদক (শিক্ষা)
৮. স্থপতি মো: ওয়াহিদ আসিফ – সম্পাদক (পেশা)
৯. স্থপতি আহসানুল হক রুবেল – সম্পাদক (সদস্যপদ)
১০. স্থপতি শফিউল আজম শামীম – সম্পাদক (প্রকাশনা ও প্রচার)
১১. স্থপতি সাইদা আক্তার – সম্পাদক (সেমিনার ও কনভেনশন)
১২. স্থপতি কাজী শামীমা শারমিন – সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি)
১৩. স্থপতি ড. খুরশিদ জাবিন হোসেন তৌফিক উৎপল – সম্পাদক (পরিবেশ ও নগরায়ন)
১৪. স্থপতি ফজলে ইমরান চৌধুরী – চেয়ারম্যান, চট্টগ্রাম চ্যাপ্টার চ্যাপ্টার
১৫. স্থপতি ফারিয়া লতিফ – চেয়ারপার্সন, কানাডা চ্যাপ্টার
১৬. স্থপতি ড. খন্দকার সাব্বির আহমেদ – সর্বশেষ পূর্ববর্তী বাস্থই সভাপতি