IAB Org

44th ARCASIA Council Meeting-এ বাস্থই প্রতিনিধিদল

শ্রীলঙ্কার কলম্বোর “THE BMICH, COLOMBO” তে ১৫ -১৬ জানুয়ারি ২০২৫ তারিখে ARCHITECTS Regional Council Asia (ARCASIA) এর কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিল মিটিং এ বাস্থই’র প্রতিনিধিত্ব করেন এবং country report উপস্থাপন করেন বাস্থই’ সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি কে এম মাহফুজুল হক জগলুল এবং সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ। একই সাথে Observer হিসাবে অংশগ্রহণ করছেন বাস্থই সাবেক সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির এবং বাস্থই সম্পাদক (প্রকাশনা ও প্রচার) স্থপতি শফিউল আজম শামীম । সর্বশেষ পূর্বতন আর্কএশিয়া সভাপতি হিসাবে অংশগ্রহণ করেছেন বাস্থই সভাপতি স্থপতি আবু সাইদ এম আহমেদ। কাউন্সিল মিটিংয়ে আরো অংশগ্রহণ করেন আর্কএশিয়া সোস্যাল রেসপন্সিবিলিটি কমিটির চেয়্যারপর্সন বাস্থই সাবেক সাধারণ সম্পাদক স্থপতি ফারহানা শারমিন ইমু।
দুই দিনব্যাপি কাউন্সিল মিটিং এ আর্কএশিয়ার সদস্য ২২টা দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়া, নতুন সদস্য হিসাবে অধিভুক্ত হয়ে অংশগ্রহণ করে মালদ্বীপ ও কম্বডিয়া। বাস্থই’র পক্ষ হতে ARCASIA-এর নতুন সদস্য হিসেবে মালদ্বীপ এবং কম্বডিয়াকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।
Scroll to Top