গত ২ ফেব্রুয়ারি ২০২৫, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) প্রাঙ্গণে সহযোগী সদস্যপদের সাক্ষাৎকার ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১০০ জন নবীন স্থপতি সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন সদস্যদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাস্থই-এর ২৬তম নির্বাহী পরিষদের সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি নওয়াজীস মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি (আন্তর্জাতিক বিষয়াদি) স্থপতি খা. মো. মাহফুজুল হক, সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মোঃ নওরোজ ফাতেমী, সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ, স্থপতি অমিত কুমার সাহা এবং সম্পাদক (সদস্যপদ) স্থপতি আহসানুল হক রুবেল।
সভায় নবীন সদস্যদের পরিচিতি পর্ব শেষে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে তারা মুক্ত আলোচনার মাধ্যমে বাস্থই ও স্থাপত্য পেশার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পান।

