IAB Org

বাস্থই এর ২৬তম নির্বাহী পরিষদের ২য় নির্বাহী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট (বাস্থই) ২৬তম নির্বাহী পরিষদের ২য় নির্বাহী সভা ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ, বুধবার, বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাস্থই সভাপতি, স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ সভায় সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ পরিচালনা করেন।
সভায়, প্রস্তাবিত ইমারত নির্মাণ বিধিমালায় বাস্থই’র প্রস্তাবনাসমূহ বাস্তবায়নে করণীয় সম্পর্কে বিস্তারিত মতবিনিময় হয়। বাস্থই সম্পাদকদের বাৎসরিক ক্যালেন্ডার, বিভিন্ন কমিটি/ উপ-কমিটি গঠন ও তাদের কার্যপরিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ২৬তম নির্বাহী পরিষদের শপথ ও ২৫তম নির্বাহী পরিষদের বিদায় সংবর্ধনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্রিডিটেশনসহ স্থপতিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Scroll to Top