অত্যন্ত দু:খের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের সবার শ্রদ্ধাভাজন, বাস্থই সম্মানিত ফেলো স্থপতি বিধান চন্দ্র বড়ুয়া (বি-০০৯) চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। আমরা তাঁর আত্মার শান্তি প্রার্থনা করছি। মহান সৃষ্টিকর্তার কাছে আরও প্রার্থনা করছি যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সামলে উঠার শক্তি দান করুন। প্রয়াত স্থপতি ১৯৬৯ সালে বুয়েট হতে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
আজ, ৬ মার্চ ২০২৫ তারিখ, বৃহস্পতিবার, বেলা ১১:০০টায় চট্টগ্রামস্থ নন্দনকানন বৌদ্ধমন্দিরে প্রয়াত স্থপতির মরদেহ রাখা হবে। একই দিন বেলা ২ঃ৩০টায় বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট এর পক্ষ থেকে প্রয়াত স্থপতি বিধান বড়ুয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
বাস্থই’র সকল সদস্য স্থপতিকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।