বাস্থই ফেলো স্থপতি গাউসুল আলম খান (K-027) আজ সকালে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। সমসাময়িক স্থাপত্য ধারার অন্যতম পথিকৃৎ ছিলেন স্থপতি গাউসুল আলম খান। তাঁর মৃত্যুতে বাস্থই গভীর শোক প্রকাশ করছে।
স্থপতি গাউসুল আলম খান কিডনী সমস্যা জনিত কারনে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আগামী বৃহস্পতিবার (১০/০৪/২০২৫ তারিখে) লালমাটিয়ায় বাদ জোহর তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজের স্থান সকল সদস্যকে যথাসময়ে অবহিত করা হবে।