গত ১০ মে ২০২৫, শনিবার, সন্ধ্যা ৫টা থেকে ১০:০০টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই)-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় “Code of Ethics and Professional Conduct” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ CPD (Continuing Professional Development) সেশন। রেজিস্ট্রেশনকৃত সদস্যদের মধ্য থেকে প্রথম ৮০-জনকে নিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এই সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি মামনূন মুর্শেদ চৌধুরী। তিনি Code of Ethics and Professional Conduct এর আলোকে স্থাপত্য পেশায় আদর্শ ও নৈতিকতার প্রয়োজনীয়তা ও আইনের প্রয়োগ, বিভিন্ন প্রেক্ষাপটে স্থপতির ভূমিকা ও করণীয়, বিভিন্ন কর্মক্ষেত্রে স্থপতির বাধ্যবাধকতা, আইনি ও বেআইনি কর্মকাণ্ড, ন্যূনতম পারিশ্রমিক মানদণ্ড ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন। আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব, যেখানে Code of Ethics এর ধারা ও উপধারার ব্যবহার, বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সিপিডি সেশনটি সঞ্চালনা করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (সেমিনার ও সম্মেলন) স্থপতি সাইদা আক্তার মুমু। উপস্থিত ছিলেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ। অনুষ্ঠানের শেষে স্থপতি কাজী গোলাম নাসির পরিচালক স্থপতি মামনূন মুর্শেদ চৌধুরীকে ক্রেস্ট প্রদান করেন এবং ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে স্থপতি এম ওয়াহিদ আসিফ অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।

