আজ বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো, “জনবৈরী ড্যাপ, বৈষম্যপূর্ণ পরিকল্পনা : নিম্ন নাগরিক বাসযোগ্যতা ও বিপন্ন পরিবেশ” শীর্ষক একটি জরুরি সংবাদ সম্মেলন, যেখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয় গেজেটভুক্ত ড্যাপ (২০২২–২০৩৫)-এর একপেশে ও জনবিরোধী নীতি ও পরিকল্পনার অসংখ্য ত্রুটি।
স্থপতি প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ এর নেতৃত্বে বাস্থই নেতৃবৃন্দ ও পরিবেশবিদরা স্পষ্টভাবে তুলে ধরেন—কিভাবে এই ড্যাপ সাধারণ মানুষের বাসযোগ্যতা নষ্ট করছে এবং পরিবেশকে করছে হুমকির মুখে। সংবাদ সম্মেলনে ১২টি তথ্যগত ও আইনগত ত্রুটি উপস্থাপন করে ড্যাপ বাতিলের জোর দাবি জানানো হয়।
পরিশেষে, আমাদের প্রধান দাবিগুলো তুলে ধরা হয়:
১) ত্রুটিপূর্ণ ড্যাপ বাতিল
২) জনসম্পৃক্ত, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন তিন ধাপভিত্তিক পরিকল্পনার বাস্তবায়ন
৩) দুর্যোগ সহনীয়, হালনাগাদ ও ডিজিটাল ভূমি ব্যবহার মহাপরিকল্পনা প্রণয়ন
বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের আগ্রহ আমাদের আশাবাদী করেছে—এ লড়াই শুধুই স্থপতিদের নয়, এটি প্রতিটি সচেতন নাগরিকের অধিকার রক্ষার লড়াই।
সম্পূর্ণ Press Release Download Link : Press Release on 26 July 2025
