গত ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, আইএবি সেন্টারের বার্জার সেমিনার হলে “ট্রাফিক সার্কুলেশন সার্টিফিকেট এবং ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট” শীর্ষক একটি সময়োপযোগী CPD (Continuing Professional Development) কোর্স অনুষ্ঠিত হয়। নগরায়নের প্রেক্ষাপটে গাড়ি চলাচল ও সড়ক নিরাপত্তা বিষয়ক নীতিমালা নিয়ে স্থপতিদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই কোর্সের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (DTCA)-এর তিনজন অভিজ্ঞ পেশাজীবী:
জনাব ইয়াদ রহমান নির্ঝর, সহকারী স্থপতি
জনাব সৈয়দ মাহফুজ-উল-ইসলাম, উপ-স্থপতি ও নগর পরিকল্পনাবিদ (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)
জনাব ধ্রুব আলম, উপ-পরিবহন পরিকল্পনাবিদ
প্রায় ৮০ জন স্থপতির অংশগ্রহণে অনুষ্ঠিত এই সেশনে প্রশিক্ষকেরা ট্রাফিক সার্কুলেশন সার্টিফিকেট (TCC) ও ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট (TIA)-এর মৌলিক ধারণা, প্রাসঙ্গিক নীতিমালা, অনুমোদনের ধাপ ও DTCA-এর কাঠামো নিয়ে বিশদ আলোচনা করেন। তারা প্রকল্প পর্যায়ে পরিবহন পরিকল্পনার অন্তর্ভুক্তি, জনবহুল শহরে উন্নয়ন প্রকল্পগুলোর পরিবহন প্রভাব, এবং পরিকল্পিত নগরায়নে ট্রাফিক বিশ্লেষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাস্তব উদাহরণ এবং কাজের অভিজ্ঞতার আলোকে আলোচনাটি আরও অর্থবহ হয়ে ওঠে।
এই সিপিডি সেশনে অংশগ্রহণকারীরা TCC ও TIA প্রক্রিয়া বাস্তব প্রয়োগে যেসব জটিলতা, সম্ভাবনা ও সুযোগ থাকে, সেসব বিষয়ে ব্যাপক ধারণা অর্জন করেন। প্রশ্নোত্তর এবং মুক্ত আলোচনার মাধ্যমে কোর্সটি শেষ হয়।
সিপিডি টি সঞ্চালনা করেন ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও সম্মেলন) স্থপতি সাইদা আক্তার মুমু। সিপিডি শেষে স্থপতি দেওয়ান শামসুল আরিফ অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
