স্হাপত্য চর্চার উন্নয়ন এর জন্য গত ১৭ জুন ২০২৫, মঙ্গলবার, সন্ধ্যা ৫:৩০টায় ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB)-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় “ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ Continuing Professional Development (CPD) সেশন। ২৫ তম বাস্হইএ এটা দ্বিতীয়বারের মতো আয়োজিত CPD সেশন। প্রথম সেশনে ৮০ জন সদস্য অংশগ্রহণ করেছিলেন, এবং দ্বিতীয় সেশনে নতুন করে রেজিস্ট্রেশন করা সদস্যদের মধ্যে ৮১ জনকে ইমেইলের মাধ্যমে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।
সেশনটির প্রধান বক্তা ছিলেন স্থপতি চৌধুরী সাইদুজ্জামান রোজেন। তিনি ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬-এর মূল কাঠামো, স্থাপত্য ও নগর পরিকল্পনায় এর প্রভাব, এবং পেশাগত চর্চায় বিধিমালার প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেশনটিতে উপস্থিত স্থপতিরা বিধিমালার বিভিন্ন ধারা, এর পরিবর্তন, এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া, প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিষয়গুলোর স্পষ্ট ধারণা লাভ করেন।
এই CPD কোর্সটি স্থপতিদের জন্য ভবন নকশায় বাস্তবসম্মত জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সেশনটি সঞ্চালনা করেন ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি মো. ওয়াহিদ আসিফ ও সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু।