গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB)-এর সভাপতি স্থপতি ড. আবু সাইদ এম আহমেদ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল, জনাব ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশের বৃহৎ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পসমূহে স্থানীয় স্থপতিদের সম্পৃক্তকরণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। ফলপ্রসূ এই আলোচনা থেকে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার একটি নতুন পথ উন্মোচিত হয়।
উভয় প্রতিষ্ঠানই খুব শীঘ্রই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে, যার সূচনা হতে পারে মেট্রোরেল স্টেশন এলাকা ঘিরে Transit Oriented Development (TOD) ধারণাভিত্তিক নকশা প্রতিযোগিতা (Design Competition)-এর মাধ্যমে।
বাস্থই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির, সহ-সভাপতি নওয়াজীশ মাহবুব, সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সম্পাদক পেশা স্থপতি ওয়াহিদ আসিফ।
এই উদ্যোগ বাংলাদেশের নগর উন্নয়নে স্থপতিদের সক্রিয় ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।
