IAB

বিশ্ব স্থাপত্য দিবস ২০২৫ ও বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)-এ অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)-এর উদ্যোগে বিশ্ব স্থাপত্য দিবস ২০২৫ এবং বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত হয়েছে একটি অনুপ্রেরণামূলক সেমিনার।
“Design for Strength – A Platform for Resilience and Sustainable Rebuilding” — এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে, সেমিনারটি স্থাপত্য, নগরায়ন ও জলবায়ু সহনশীল আবাসনের বিভিন্ন দিককে নতুনভাবে আলোচনায় নিয়ে আসে।
সেমিনারে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন —
স্থপতি ড. মোঃ মারুফ হোসেন (সহকারী অধ্যাপক, স্থাপত্য বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি),
পরিবেশ ও নগরায়ন বিষয়ক উপ-কমিটির সদস্যবৃন্দ,
এবং স্থপতি খান মোঃ মাহফুজুল হক জগলুল, সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক), ২৬তম নির্বাহী পরিষদ, বাস্থই।
সেমিনারটি পরিচালনা করেন স্থপতি ড. খুরশিদ জাবিন হোসেন তৌফিক (উৎপল), সম্পাদক (পরিবেশ ও নগরায়ন), ২৬তম নির্বাহী পরিষদ, বাস্থই এবং সঞ্চালনা করেন স্থপতি সৈয়দ মনোয়ার।
TOPIC 01: Developing a Framework for Climate Resilient Housing in Vulnerable Areas of Bangladesh
স্থপতি মো. মারুফ হোসেন তাঁর গবেষণায় জলবায়ু পরিবর্তনজনিত সংকট, ঝুঁকিপূর্ণ নগরাঞ্চল এবং বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকায় আবাসন ব্যবস্থার বাস্তবতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, উচ্চ জনঘনত্ব ও প্রাকৃতিক দুর্যোগের ফলে নিম্নাঞ্চলের মানুষ উঁচু এলাকায় স্থানান্তরিত হচ্ছে, যা ঢাকার জনসংখ্যাকে আগামী দিনে প্রায় চার কোটিতে উন্নীত করতে পারে।
গবেষণায় Rangpur, Rajshahi, Khulna, Barisal ও Sylhet অঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো যাচাই করে তিনটি ইনফরমাল সেটেলমেন্টে ফিল্ড স্টাডি পরিচালনা করা হয়। স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও সম্পদ সীমাবদ্ধতার বাস্তবতাকে বিবেচনায় রেখে একটি Climate Resilient Housing Framework প্রস্তাব করা হয়েছে, যা ভবিষ্যতে একটি কার্যকর মডেল হিসেবে রূপ পাবে বলে তিনি জানান।
TOPIC 02: INTERFERENCE TO PLANNING — DAP
পরিবেশ ও নগরায়ন বিষয়ক উপ-কমিটির সদস্যরা Detailed Area Plan (DAP)-এর বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন:
• ল্যান্ডস্কেপ ও গ্রীণ নেটওয়ার্ক:
স্থপতি ড. মেহের নিগার ঢাকা শহরের ব্লু ও গ্রীন এলাকা শনাক্তকরণের প্রক্রিয়া এবং ওয়াটারবডির অবক্ষয় নিয়ে আলোচনা করেন। তিনি জানান, যেখানে একসময় ৬৬টি খাল ছিল, বর্তমানে রয়েছে মাত্র ৪৫–৫০টি।
• আরবান ইনফ্রাস্ট্রাকচার ও সার্ভিসেস:
স্থপতি লিফাত রহমান তিথি পরিকল্পিত উন্নয়ন, ওয়াকেবল সিটি, আরবান হিট আইল্যান্ড প্রশমন ও ডিকার্বনাইজেশনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
• আরবান হিট আইল্যান্ড:
স্থপতি মুনিম হোসেন সাজিদ USGS ডেটা ব্যবহার করে ঢাকার হিট জোন বিশ্লেষণ উপস্থাপন করেন।
• হাউজিং:
স্থপতি সুজাউল ইসলাম খান নিম্ন ও মধ্য আয়ের মানুষের আবাসন সংকট এবং করাইল বস্তি ও গুলশানের ভাড়ার বৈষম্য তুলে ধরেন। তিনি যশোরে স্থপতি খন্দকার হাসিবুল কবির-এর Co-creation Model-এর উদাহরণ দেন।
• আরবান ডিজাইন ও সোশিওলজি:
স্থপতি ড. নবনীতা ইসলাম বলেন, নগর নকশা শহরের ভিশন নির্ধারণ করে, যা DAP-এ পর্যাপ্তভাবে অন্তর্ভুক্ত নয়।
• রিস্ক সেনসিটিভ প্ল্যানিং:
স্থপতি নায়না তাবাসুম ঝুঁকি, রিস্ক ম্যাপিং ও ইনডেক্সিং নিয়ে বক্তব্য রাখেন।
• হেরিটেজ ও নগরায়ন:
স্থপতি ইউসুফ বিন হক ও স্থপতি তাসনোভা ইকবাল ঐতিহ্য সংরক্ষণ ও TDR নীতি নিয়ে আলোচনা করেন।
• নীতিমালা ও আইনগত কাঠামো:
স্থপতি মুকিত DAP বাস্তবায়নে আইন ও নীতিমালার সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
TOPIC 03: Catalyzing Change — Constructing 100 Homes for the Marginalized Rural Communities of Bangladesh
স্থপতি খান মোঃ মাহফুজুল হক জগলুল মানবিক স্থাপত্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে “100 Homes Project” উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, স্থাপত্য মানে কেবল নকশা নয় — এটি মানুষের জীবনের গল্প।
এই প্রকল্পে স্থপতি, শিক্ষার্থী ও কমিউনিটি একসাথে কাজ করে কচুয়া, ভোলা ও ফেনীর ফুলগাছি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১০০টি আবাসন নির্মাণ করেন। প্রতিটি বাড়ি স্থানীয় জলবায়ু, উপকরণ ও জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে।
ইঞ্জিনিয়ার শামসুল আলমের নেতৃত্বে ৫% খড় ও সিমেন্টের মিশ্রণে নতুন উপকরণ উদ্ভাবন করা হয়, যা বন্যা প্রতিরোধের জন্য প্লিন্থের নির্মাণে ব্যবহার করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বাড়িগুলো নির্মিত হয়, যা সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে স্থাপত্যের ভূমিকা সুস্পষ্ট করে।
বক্তব্যের এক পর্যায়ে উপকূলীয় ব্যবহারকারীদের প্রতিক্রিয়া প্রদর্শিত হয়, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
সেমিনারের শেষাংশে সভাপতি স্থপতি ড. আবু সাঈদ মোস্তাক আহমেদ বলেন, “এটি কেবল একটি সেমিনারের সমাপ্তি নয়, বরং পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা।”
সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যৎ কার্যক্রমে স্থপতিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
Scroll to Top