IAB

Bangladesh ArchSummit 2025 এর আয়োজক পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

গত ২৪ সেপ্টেম্বর ২০২৫, BANGLADESH ArchSummit 2025 এর আয়োজক পরিষদের প্রথম সভা অনুস্ঠিত হয়। এই সভাতে আসন্ন সম্মেলনের পরিকল্পনা ও কার্য্যক্রম পরিচালনা নিয়ে গুরত্বপূর্ণ আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয় ।
১০-১৩ ডিসেম্বর আগারগাঁও এর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুস্ঠিতব্য বা. স্হ. ই. আয়োজিত এই বিশাল অনুস্ঠানমালায় BUILD EXPO 2025 সহ বিবিধ স্হাপত্য পেশা, শিক্ষা , নির্মান ও উন্নয়ন বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক সভা, সেমিনার, সিম্পোজিয়াম, গোল টেবিল আলোচনা, প্রদর্শনী, স্হাপনা, অনুশীলন, প্রতিযোগিতা ও প্রকাশনা অন্তর্ভুক্ত থাকবে।
স্হাপত্য অঙ্গনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থী, শিক্ষাবিদ, পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক সহ সাধারন জনগন BANGLADESH ArchSummit 2025 -এর প্রয়োজনীয় সকল কার্য্যক্রমের সাথে যুক্ত হবেন, ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবেন এবং সকল আয়োজনের সহযাত্রী থাকবেন।
সভায় অংশগ্রহনকারী আয়োজক পরিষদের সদস্যগণ সংশ্লিষ্ট সকলের সহযেগিতায় এই বিশাল সম্মেলন আয়েজনে সাফল্য অর্জনের দৃড় প্রত্যয় ও আশাবাদ ব্যক্ত করেন । অনুস্ঠানমালার বিস্তারিত বিষয়গুলো যথাসময়ে সকলের অবগতি ও অংশগ্রহনের জন্য প্রকাশ করা হবে।
Scroll to Top