গত ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, বিকেল ৫:৩০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর বার্জার সেমিনার হলে অনুষ্ঠিত হয় “IAB CAD Standards & Deliverables for Building Project” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ CPD (Continuing Professional Development) সেশন। সেশনে নিবন্ধিত স্থপতিদের মধ্য থেকে মোট ৯১ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সরাসরি অভিজ্ঞতা বিনিময় এবং সে বিষয়ে বাস্তব উদাহরণসহ ধারণা লাভ করেন।
সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি এম. ওয়াহিদ আসিফ, যিনি IAB CAD Standard এর সংগে পরিচয়, এর ব্যবহার সম্পর্কে ধারণা দেন। এছাড়া IAB standard contract agreement এর উপর ভিত্তি করে বিল্ডিং প্রজেক্টর ডেলিভারেবলস এর বিষয়ে সম্যক ধারণা দেন। CAD স্ট্যান্ডার্ডস, বিল্ডিং প্রজেক্টে ড্রয়িং ডেলিভারেবলস এবং পেশাগত কার্যপ্রবাহে এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় মূলত CAD ড্রাফটিং-এর মানসম্মত নিয়ম, সমন্বিত প্রেজেন্টেশন, ডেলিভারেবলসের প্রয়োজনীয় ফরম্যাট, এবং বাস্তব প্রকল্পে এর সঠিক প্রয়োগ নিয়ে বিস্তৃত ধারণা প্রদান করা হয়। সেশনটি অংশগ্রহণকারী স্থপতিদের জন্য একটি সময়োপযোগী ও পেশাগতভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে ওঠে, যা ভবিষ্যৎ স্থাপত্যচর্চায় মান নিয়ন্ত্রণ ও ডেলিভারেবলস উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সিপিডি সেশনটি পরিচালনা করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু এবং সঞ্চালনা করেন, সিপিডির মেম্বার সেক্রেটারি স্হপতি সোয়েব উল আলম অলিভ। সেশনের শেষভাগে স্থপতি জালাল আহমদ প্রধান অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সেশনে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা, মতামত এবং সক্রিয় অংশগ্রহণ সেশনের মূল উদ্দেশ্যকে আরও সমৃদ্ধ করে তোলে। সর্বশেষে অংশগ্রহণকারী স্থপতিদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে CPD সেশনটির সমাপ্তি ঘটে, যা সবার জন্য একটি শিক্ষণীয়, প্রেরণামূলক ও পেশাগতভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে ওঠে।

