গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে সম্প্রতি ডাকা হয়েছে ”Global Strike for Gaza”। সহিংসতার প্রতিবাদে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন গাজার বাসিন্দারা।
এই আহবানের সাথে সংহতি রেখে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)’র ২৬তম নির্বাহী পরিষদের অধীনস্থ ঐতিহ্য ও সংস্কৃতি উপ-কমিটি, তাদের নিয়মিত সভার শেষে একটি অনন্য সাধারন উদ্যোগ গ্রহণ করে।
“Global Strike for Gaza” আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বাস্থই প্রাঙ্গণে প্রজ্জলন করা হয় মোমবাতির আলোয় গঠিত একটি ফিলিস্তিন মানচিত্র।
স্থপতিদের এই প্রতীকী আলোকানুষ্ঠানের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজা ও ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা, শান্তি প্রকাশ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ঐতিহ্য ও সংস্কৃতি উপ-কমিটির সদস্য ছাড়াও বাস্থইর নির্বাহী পরিষদের সদস্যগণ অংশগ্রহণ করেন।