IAB

নব-নির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ২৫তম নির্বাহী পরিষদের বিদায় সংবর্ধনা

বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট (বাস্থই) এর নব-নির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ২৫তম নির্বাহী পরিষদের বিদায় সংবর্ধনা ০৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার আগারগাঁওস্থ বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জনাব আদিলুর রহমান খান, মাননীয় উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ২৬তম নির্বাহী পরিষদের সদস্যবৃন্দকে শপথ পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন স্থপতি মীর মনজুরুর রহমান, প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), সভাপতি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এবং মেজর জেনারেল মো: ছিদ্দিকুর রহমান সরকার (অব:), চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
২৬তম নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক স্থপতি খান মো: মাহফুজুল হক জগলুল এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর বক্তব্য রাখেন বিদায়ী ২৫তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ। বিদায়ী সভাপতির বক্তব্যের পর, ২৫তম নির্বাহী পরিষদের সদস্যগণকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। বাস্থই নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার স্থপতি মো: আনোয়ার হোসাইন এর বক্তব্যের পর বাস্থই নির্বাচন ২০২৪ এর সম্মানিত নির্বাচন কমিশনারগণকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নব-নির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদের এর সভাপতি স্থপতি প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ ।
পরবর্তীতে নব-নির্বাচিত ২৬তম নির্বাহী পরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করেন। প্রধান বক্তা জনাব আদিলুর রহমান খান, মাননীয় উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, তাঁর বক্তব্যে দেশের নির্মাণ শিল্পখাত উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য স্থপতিদের প্রতি আহবান জানান। দেশের আবাসন খাতকে মধ্যবিত্তের হাতের নাগালে নিয়ে আসতেও তিনি স্থপতিদের প্রতি আহবান জানান।
বাস্থই সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল সদস্যগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Scroll to Top