১৯ জানুয়ারি, ২০২৫-এ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ এর উন্মুক্ত নকশা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রকল্পগুলির প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানটি বাস্থই সেন্টারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনী আগামী ২৪ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এই উদ্বোধনী অনুষ্ঠানটিতে বাস্থই-এর সভাপতি স্থপতি প্রফেসর ড. আবু সাঈদ এম. আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাস্থই-এর সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি নওয়াজীশ মাহবুব, সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সহকারী সাধারণ সম্পাদক স্থপতি ড. মোঃ নওরোজ ফাতেমী, সম্পাদক পেশা স্থপতি মো: ওয়াহিদ আসিফ, সম্পাদক প্রকাশনা ও প্রচার স্থপতি মো: শফিউল আজম শামীম, সম্পাদক সেমিনার ও কনভেনশন স্থপতি সাইদা আক্তার । এছাড়াও বাস্থই-এর সাবেক সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির, কম্পিটিশন ডিরেক্টর স্থপতি কামরুল হাসান , ইসলামিক ফাউন্ডেশনের ডিরেক্টর মোহাম্মদ বজলুর রশিদ সহ আরও অনেক স্থপতি ও অতিথি উপস্থিত ছিলেন।
এই প্রদর্শনীতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫৫ টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে ৬টি পুরস্কারপ্রাপ্ত প্রকল্প রয়েছে : AGE & EDGE architecture studio প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। Spatial Architects ও Form.3 Architects যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া Native Works প্রতিযোগিতায় প্রথম কমেন্ডেশন পুরস্কার লাভ করে। দ্বিতীয় কমেন্ডেশন পুরস্কার অর্জন করে Ground One, তৃতীয় কমেন্ডেশন পুরস্কার অর্জন করে Ahmed Hossain Architects and Associates l
প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকল স্থপতিকে বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট এর পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা ।



