IAB

বাস্থই কর্তৃক কম্বল বিতরণ

গত ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট এর সোশ্যাল রেস্পন্সিবিলিটি কমিটির উদ্যোগে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম কুটিরচর এলাকার স্কুল শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের ১০০-টি কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশের অতি উত্তরে অবস্থিত এই অঞ্চলে তাপমাত্রা কখনও ৬-৭ ডিগ্রি পর্যন্ত নেমে আশে, গতানুগতিক পাতলা কম্বলের চাইতে মানসম্মত উন্নতমানের ভারী কম্বল এই অঞ্চলের জন্য বেশি উপযোগী।
ঢাকা থেকে বাস, তারপর থ্রি-হুইলার-নৌকায় করে দুধকুমোর নদীপার ও সর্বশেষ ঘোড়ার গাড়ীতে করে দুর্গম এলাকাটিতে পৌঁছানো হয় কম্বল। প্রথমে সোশ্যাল রেস্পন্সিবিলিটি কমিটির সদস্যরা “একাত্তর মুক্ত কুটিরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়” এর শিক্ষার্থীদের সাথে সকালের সমাবেশে অংশগ্রহণ করে, জাতীয় সঙ্গীত, পিটি-প্যারেড ও খেলাধুলার শেষে উপহার স্বরূপ তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সোশ্যাল রেস্পন্সিবিলিটি কমিটির চেয়ারম্যান স্থপতি খান মোহাম্মদ মাহফুজুল হক জগলুলের তত্ত্বাবধানে ও স্থপতি আরিফুল হক শাওনের সমন্বয়ে কম্বল বিতরণে সাথে ছিল স্থপতি এইচ এম আরিফুর রহমান জিকু ও শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান।
Scroll to Top