IAB

প্রফেসর স্থপতি মীর মোবাশ্বের আলী স্মরণে বাস্থই-এর উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত

বাংলাদেশের স্থাপত্য শিক্ষার অগ্রদূত, প্রফেসর স্থপতি মীর মোবাশ্বের আলী স্মরণে ২৫শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাস্থই-এর উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রয়াত স্থপতি মীর মোবাশ্বের আলীর জীবন, কর্ম, স্থাপত্য ভাবনা, দর্শন ও মূল্যবোধ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট স্থপতিরা এবং তার পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বাস্থই এর সভাপতি স্থপতি আবু সাঈদ এম আহমেদ, সদ্য সাবেক সভাপতি স্থপতি খন্দকার শাব্বির আহমেদ, সাবেক সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির, বাস্থই সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, স্থপতি নিজামউদ্দিন আহমেদ, স্থপতি হারুন উর রশিদ, স্থপতি মো. এহসান খান, স্থপতি বিকাশ সৌদ আনসারী, স্থপতি লতিফা সুলতানা লিজা, স্থপতি আল আমিন, পরিবারের সদস্য উজমা মীর ও তাঁর পরিবারবর্গ। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক সেমিনার ও কনভেনশন, স্থপতি সাইদা আক্তার মুমু। এছাড়া, উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাঁদের স্মৃতি, অনুভূতি ও শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদন করেন, যা অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ।
অনুষ্ঠানের শেষে পরিবারের হাতে নির্বাহী পরিষদের পক্ষ হতে স্মৃতি স্মারক তুলে দেন বাস্থই সভাপতি স্থপতি আবু সাঈদ এম আহমেদ।
বক্তাদের মূল্যবান বক্তব্য ও স্মৃতিচারণা অনুষ্ঠানটিকে আরও গভীর, অর্থবহ ও হৃদয়স্পর্শী করে তোলে
Scroll to Top