আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ ২০২৫, শনিবার বিকাল ৩:০০টায় Women Architects Engineers Planners Association (WAEPA) Bangladesh-এর সহযোগিতায় বাস্থই কার্যালয়ে “কল্প থেকে কর্মঃ স্থপতি লায়লুন নাহার এবং নির্মাণ শিল্পে নারীর অবস্থান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় স্থপতি লায়লুন নাহারের পেশাগত জীবন, নির্মাণ শিল্পে নারীর ভূমিকা, এবং স্থাপত্য পেশায় নারীদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় বাস্থই সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ এবং WAEPA-এর সভাপতি স্থপতি ও নগর পরিকল্পনাবিদ সালমা আনোয়ার শফি বক্তব্য রাখেন। এছাড়াও ধন্যবাদ জ্ঞাপন করেন বাস্থই-এর সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ।
অনুষ্ঠানে তার পরিবারের সদস্য, সহকর্মী, WAEPA-র সদস্যবৃন্দ এবং IAB স্থপতিরা উপস্থিত ছিলেন। তারা নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পেশাগত অর্জন নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি, স্থপতি লায়লুন নাহারের অবদান, তার পেশাগত যাত্রা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার অনুপ্রেরণার দিক নিয়েও আলোচনা করা হয়।
পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সংস্কৃতি ও ঐতিহ্য সম্পাদক স্থপতি কাজী শামীমা শারমিন এবং সেমিনার ও কনভেনশন সম্পাদক স্থপতি সাঈদা আক্তার মুমু।

