IAB

বাস্থই কার্যালয়ে “ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬” শীর্ষক একটি CPD (Continuing Professional Development) Workshop অনুষ্ঠিত

গত ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, বিকাল ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত, বাস্থই কার্যালয়ে “ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬” শীর্ষক একটি CPD (Continuing Professional Development) Workshop অনুষ্ঠিত হয়।
আয়োজনে স্থপতি দেওয়ান শামসুল আরিফ এবং স্থপতি চৌধুরী সাইদুজ্জামান রোজেন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তারা ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬-এর মূল কাঠামো, স্থাপত্য ও নগর পরিকল্পনায় এর প্রভাব, এবং পেশাগত চর্চায় বিধিমালার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। সিপিডিতে বাস্থই স্থপতি সদস্যরা উপস্থিত ছিলেন, যেখানে ইমারত নির্মাণ বিধিমালার বিভিন্ন ধারা, এর পরিবর্তন, এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
পুরো CPD Workshop-টি সঞ্চালনা করেন ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু।
সঞ্চালনা শেষে বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি মো. ওয়াহিদ আসিফ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
Scroll to Top