আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বাস্থই সদস্য, স্থপতি সাইকা ইকবাল মেঘনা (AI-080), ৩৪তম JK Architect of the Year Awards-এ Foreign Countries’ Architect of the Year হিসেবে সম্মানিত হয়েছেন!
তাকে তার প্রকল্প, ‘জেবুন নেসা মসজিদ’-এর জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়। এই পুরষ্কারটি বাংলাদেশের স্থাপত্যে তার অসামান্য অবদান এবং নিষ্ঠার স্বীকৃতি হিসেবে প্রকাশিত হল।
বাস্থই, তার এই কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছে।
