IAB

বাস্থই সদস্য, স্থপতি সাইকা ইকবাল মেঘনা, ৩৪তম JK AYA-এ Foreign Countries’ Architect of the Year হিসেবে সম্মানিত হয়েছেন

আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বাস্থই সদস্য, স্থপতি সাইকা ইকবাল মেঘনা (AI-080), ৩৪তম JK Architect of the Year Awards-এ Foreign Countries’ Architect of the Year হিসেবে সম্মানিত হয়েছেন!
তাকে তার প্রকল্প, ‘জেবুন নেসা মসজিদ’-এর জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়। এই পুরষ্কারটি বাংলাদেশের স্থাপত্যে তার অসামান্য অবদান এবং নিষ্ঠার স্বীকৃতি হিসেবে প্রকাশিত হল।
বাস্থই, তার এই কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছে।
Scroll to Top