IAB

বাস্থই কার্যালয়ে “Construction Techniques for Multiple Basements” শীর্ষক একটি CPD অনুষ্ঠিত

গত ১৯ মার্চ ২০২৫, বুধবার, বাস্থই কার্যালয়ে “Construction Techniques for Multiple Basements” শীর্ষক একটি CPD (Continuing Professional Development) অনুষ্ঠিত হয়।
সিপিডি সেশনে খ্যাতিমান ইঞ্জিনিয়ার মো: শামসুল আলম, কর্ণধার ও প্রিন্সিপ্যাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, দি ডিজাইনারস এন্ড ম্যানেজারস (টিডিএম) লিঃ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বহুতল ভবনের বহুমুখী বেজমেন্ট নির্মাণের কাঠামোগত চ্যালেঞ্জ, নির্মাণ প্রযুক্তি, ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনা, এবং স্থায়িত্ব নিশ্চিত করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সিপিডিতে প্রায় ৮০ জন বাস্থই সদস্য স্থপতি অংশগ্রহণ করেন, যেখানে বেজমেন্ট নির্মাণের আধুনিক প্রযুক্তি, নির্মাণ নিরাপত্তা এবং বিল্ডিং কোড এর সাথে সামঞ্জস্যপূর্ণ ডিজাইন কৌশল নিয়ে বিশদ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
CPD টি সঞ্চালনা করেন ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু। এছাড়াও উপস্থিত ছিলেন বাস্থই সম্পাদক (প্রকাশনা ও প্রচার) স্থপতি শফিউল আজম শামীম। সিপিডি শেষে বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে সিপিডি-র সমাপ্তি ঘোষণা করেন
Scroll to Top