আগামী ১৯ মার্চ ২০২৫ তারিখ, বুধবার, বিকাল ৩:০০টা হতে বাস্থই কার্যালয়ে “Construction Techniques for Multiple Basements” শীর্ষক একটি সিপিডি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠিতব্য এই সিপিডি ওয়ার্কশপের আসন সংখ্যা সীমিত । অংশগ্রহণে ইচ্ছুক  স্থপতিগণকে নিচের লিংক-এ ক্লিক করে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো ।
সিপিডি ওয়ার্কশপটি পরিচালনা করবেন, খ্যাতিমান ইঞ্জিনিয়ার মো: শামসুল আলম, কর্ণধার ও প্রিন্সিপ্যাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার , দি ডিজাইনারস এন্ড ম্যানেজারস (টিডিএম) লিঃ ।