IAB Org

বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ)-এর ১১তম চক্রের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রকল্পগুলোর প্রদর্শনীর উদ্বোধন ।

০২ জানুয়ারি, ২০২৫-এ বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ)-এর ১১তম চক্রের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানটি বাস্থই সেন্টারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনী আগামী ৬ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এই উদ্বোধনী অনুষ্ঠানটিতে বাস্থই-এর সভাপতি স্থপতি প্রফেসর ড. আবু সাঈদ এম. আহমেদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এবং ডিরেক্টর মহসিন হাবিব চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাস্থই-এর সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সহকারী সাধারণ সম্পাদক স্থপতি ড. নওরোজ ফাতেমী, সম্পাদক প্রকাশনা ও প্রচার স্থপতি মো: শফিউল আজম শামীম। এছাড়াও ১১তম চক্রের অ্যাওয়ার্ড ডিরেক্টর স্থপতি আছিয়া করিম, ডেপুটি এ্যাওয়ার্ড ডিরেক্টর স্থপতি আবু মুসা ইফতেখার ও স্থপতি নাজিফা তাবাসসুম, ১১তম চক্রের বিচারকদের মধ্যে স্থপতি আবু হায়দার ইমামউদ্দিন, স্থপতি বায়েজীদ মাহবুব খন্দকার এবং স্থপতি তামান্না সাঈদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নেওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার এ.টি.এম. শামীম উজ জামান সহ আরও অনেক স্থপতি ও অতিথি উপস্থিত ছিলেন।
এই প্রদর্শনীতে বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ)-এর ১১তম চক্রের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭২টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে ৬টি পুরস্কারপ্রাপ্ত প্রকল্প বিশেষভাবে তুলে ধরা হয়েছে:
৽ এ হোম ফর মেমোরিজ অ্যান্ড ডে ড্রিমস – স্টুডিও গুমতী ঘর,
৽ রূপগাঁও – পার্সিভ + এ এস পি,
৽ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইউনিট-১৭ মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং – নিওফরমেশনআর্কিটেক্টস,
৽ অজো আইডিয়া স্পেস – গ্রুপ অফ আর্কিটেক্টস অ্যান্ড থিঙ্কারস,
৽ গল্পগৃহ – ইন্ডাসকন আর্কিটেক্টস এবং
৽ জাস্টিস শাহাবুদ্দিনআহমেদ পার্ক – ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড।
উল্লেখ্য যে, বিগত ২২ বছর ধরে ১১টি চক্রের মাধ্যমে বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ)-এর প্রতিযোগিতাটি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়, যা আমাদের দেশের প্রেক্ষাপটে স্থপতিদের অসাধারণ অবদানকে স্বীকৃতি প্রদান করার এবং তাদের নান্দনিক ও সৃজনশীল স্থাপত্যকর্মকে সম্মাননা দেবার উদ্দেশ্যে পরিচালিত হয়।
Scroll to Top