IAB Org

বন্যা দুর্গতদের জন্য বাস্থই এর মানবিক ত্রান কার্যক্রম পরিচালনা

আসসালামু আলাইকুম।
গণঅভ্যুত্থান পর হাজার হাজার আন্দোলনকারীদের জন্য সহায়তা কার্যক্রম শেষ না করতে করতেই রাতের অন্ধকারে হঠাৎ বন্যার পানিতে ডুবে গেছে আমাদের প্রিয় স্বদেশের সম্পূর্ণ পূর্বাঞ্চল। এত দ্রুত সময়ে এত বিপুল পানি বৃদ্ধি এদেশের মানুষ আর কখনো দেখেনি। এ সীমাহীন বিপর্যয়ের প্রেক্ষাপটে মানবিক দায়িত্ববোধ থেকে একটি ব্যাপক ও পরিকল্পিত ত্রাণ ও সহায়তা কার্যক্রম নিয়ে এগিয়ে এসেছে Institute of Architects Bangladeh (IAB)। ত্রাণ কার্যক্রমের একটি অংশ হবে তাৎক্ষণিক ও অন্যটি হবে বন্যা পরবর্তী দীর্ঘমেয়াদী ত্রাণ। পুরো কার্যক্রমটি পরিচালনার দায়িত্বে থাকবে IAB এর সোশ্যাল রেস্পসিবিলিটি কমিটি।
দেশের সকল সম্মানিত স্থপতি ও একই সাথে সমাজের বিভিন্ন অঙ্গনের সম্মানিত নাগরিকদের আমাদের এ ত্রাণ কার্যক্রমে নগদ অর্থ সহায়তা পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। আপনার অনুদান প্রদানে নিম্নলিখিত ব্যাংক বা বিকাশ একাউন্ট ব্যবহার করতে পারেন।
Bank Account:
A/C Name: Institute of Architects Bangladesh
A/C # 1061350001032
Eastern Bank
Dhanmondhi Branch.
(ডিপোজিট স্লিপে দয়া করে আপনার নাম লিখবেন তাতে আমাদের হিসব রক্ষণে সুবিধা ও সর্বোচ্চ ট্রান্সপারেন্সি রক্ষা করা সম্ভব হবে)
অথবা
Bkash Number
01711577032
(Please Use Send Money Option)
[Mention your name/ IAB membership number as Reference.]
এছাড়া কেউ চাইলে শুকনো খাবার, শিশু খাদ্য, পরনের কাপড়, স্যালাইন, জরুরী ঔষধ, স্যানেটারি প্যাড, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, লাইফ জ্যাকেট, চার্জার লাইট, পাওয়ার ব্যাংকসহ যে কোন প্রকার ত্রাণ সামগ্রী IAB CENTRE এ জমা দিতে পারবেন।
কেউ সরাসরি IAB CENTRE এ টাকা বা মালামাল জমা দিলে উপস্থিত স্টাফের কাছ থেকে অবশ্যই রশিদ গ্রহণ করবেন।
সোশ্যাল রেস্পন্সিবিলিটি কমিটি,
আই এ বি ।
Scroll to Top