৩০ মে ২০২৪ তারিখ, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬:৩০ টায়, বাস্থই মাল্টি পারপাস হলে “Critical Response Amidst A Global Climate Crisis” শীর্ষক একটি লেকচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রখ্যাত স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী এই অনুষ্ঠানে লেকচার প্রদান করেন। বাস্থই সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ ও স্থপতি প্রফেসর সামসুল ওয়ারেস অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে লেকচারের পাশাপাশি স্থপতি কাশেফ মাহবুব চৌধুরীর লেখা The Consciousness of Place এবং Rising Oceans and Spaces that Care শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সুইশ পাবলিশার্স কোয়ার্ট (Swiss Publisher Quart) বই দুটি প্রকাশ করে।
অসংখ্য বাস্থই সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই লেকচার অনুষ্ঠানে নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থপতি মো: নাজমুল হক বুলবুল, সম্পাদক (পেশা), স্থপতি সাবরিনা আফতাব, সম্পাদক (সেমিনার ও কনভেনশন) এবং স্থপতি সুজাউল ইসলাম, সম্পাদক ( পরিবেশ ও নগরায়ণ)।
Video Link : https://www.facebook.com/watch/?v=433458496108774