ঢাকা, ২১ জুন ২০২৫:
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)-এর ২৬তম নির্বাহী পরিষদের উদ্যোগে বাস্থই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সহযোগী সদস্যপদ অন্তর্ভুক্তি ও পরিচিতিমূলক সাক্ষাৎকার অনুষ্ঠান। এতে অংশ নেন ১১১ জন নবীন স্থপতি, যারা ভবিষ্যতে দেশীয় স্থাপত্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্থই-এর সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) ও সদস্যপদ উপদেষ্টা কমিটির চেয়ারম্যান স্থপতি নওয়াজীস মাহবুব। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ, স্থপতি অমিত কুমার শাহা, স্থপতি কাওসারী পারভীন এবং সম্পাদক (সদস্যপদ) স্থপতি আহসানুল হক রুবেল।
আনুষ্ঠানিকতার শুরুতেই নবীন স্থপতিদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান বাস্থই-এর সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি)। এরপর একে একে অংশগ্রহণকারী সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়।
প্যানেল সদস্যরা নবীন স্থপতিদের উদ্দেশ্যে বাস্থই-এর শৃঙ্খলা বিধি, পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা এবং স্থাপত্যচর্চার বাস্তব দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন। পেশার প্রতি প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর জোর দেন বক্তারা।
সেশনের শেষভাগে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে নবীন সদস্যরা নানা বিষয়ে জানতে চান এবং অভিজ্ঞ প্যানেলের কাছ থেকে প্রাসঙ্গিক দিকনির্দেশনা ও উৎসাহ পান।
