IAB Org

বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিউট এর ২৫তম নির্বাহী পরিষদ কর্তৃক নবনির্বাচিত ২৬ তম নির্বাহী পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর।

২৬ শে ডিসেম্বর ২০২৪ তারিখে ঢাকাস্থ বাস্থই কার্যালয়ে একটি যৌথ সভার মাধ্যমে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ২৫ তম নির্বাহী পরিষদ নবনির্বাচিত ২৬ তম নির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় উভয় নির্বাহী পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে বাস্থই ২৬ তম নির্বাহী পরিষদের নির্বাচন গত ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।
২৬ তম নির্বাহী পরিষদের সদস্যরা হলেন-
১. স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ – সভাপতি
২. স্থপতি নওয়াজীশ মাহবুব – সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি)
৩. স্থপতি খান মো: মাহফুজুল হক জগলুল – সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক)
৪. স্থপতি ড. মাসুদ উর রশিদ – সাধারণ সম্পাদক
৫. স্থপতি ড. মো: নওরোজ ফাতেমী – সহ-সাধারণ সম্পাদক
৬. স্থপতি চৌধুরী সাইদুজ্জামান – কোষাধ্যক্ষ
৭. স্থপতি মো: মারুফ হোসেন – সম্পাদক (শিক্ষা)
৮. স্থপতি মো: ওয়াহিদ আসিফ – সম্পাদক (পেশা)
৯. স্থপতি আহসানুল হক রুবেল – সম্পাদক (সদস্যপদ)
১০. স্থপতি শফিউল আজম শামীম – সম্পাদক (প্রকাশনা ও প্রচার)
১১. স্থপতি সাইদা আক্তার – সম্পাদক (সেমিনার ও কনভেনশন)
১২. স্থপতি কাজী শামীমা শারমিন – সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি)
১৩. স্থপতি ড. খুরশিদ জাবিন হোসেন তৌফিক উৎপল – সম্পাদক (পরিবেশ ও নগরায়ন)
১৪. স্থপতি ফজলে ইমরান চৌধুরী – চেয়ারম্যান, চট্টগ্রাম চ্যাপ্টার চ্যাপ্টার
১৫. স্থপতি ফারিয়া লতিফ – চেয়ারপার্সন, কানাডা চ্যাপ্টার
১৬. স্থপতি ড. খন্দকার সাব্বির আহমেদ – সর্বশেষ পূর্ববর্তী বাস্থই সভাপতি
Scroll to Top