IAB Org

বাস্থই ত্রাণ কার্যক্রমে স্থপতি এবং সমাজের বিভিন্ন শ্রেণির নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান

বাস্থই ত্রাণ কার্যক্রমে স্থপতি এবং সমাজের বিভিন্ন শ্রেণির নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান

Institute of Architects Bangladesh (IAB) আহ্বানে সাড়া দিয়ে বন্যার ত্রাণ কার্যক্রমে দেশ ও বিদেশ থেকে স্থপতিরা এবং সমাজের বিভিন্ন শ্রেণির নাগরিকরা ইতিমধ্যেই কিছু আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং এ আর্থিক সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে।
এ তহবিলের আর্থিক সহায়তায় আমাদের চট্টগ্রাম চ্যাপ্টারের সরাসরি তত্ত্বাবধানে ফেনীর ছাগলনাইয়াতে একটি ত্রাণ কার্যক্রমের কাজ চলছে। অন্যদিকে ঢাকা থেকে আইএবির অন্য একটি টিম আগামীকাল যাচ্ছে ফেনীর দাগনভূঞায়।
এ মুহূর্তে আইএবি সেন্টারে আগামীকালের ত্রাণ কার্যক্রমের জন্য আনা খাদ্য দ্রব্যাদি প্যাকিংয়ের কাজ চলছে। উৎসাহী স্থপতি ও স্থাপত্যের ছাত্রদের অনুরোধ করছি এখনই আইএবি সেন্টারে এসে এ কাজে সহুযোগিতা করার ও তরুন এ স্থপতিদের উৎসাহ প্রদানের জন্য।
অনেক ধন্যবাদ
সোসাল রেস্পন্সিবিলিটি কমিটি
বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট
Scroll to Top