বাস্থই ত্রাণ কার্যক্রমে স্থপতি এবং সমাজের বিভিন্ন শ্রেণির নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান
Institute of Architects Bangladesh (IAB) আহ্বানে সাড়া দিয়ে বন্যার ত্রাণ কার্যক্রমে দেশ ও বিদেশ থেকে স্থপতিরা এবং সমাজের বিভিন্ন শ্রেণির নাগরিকরা ইতিমধ্যেই কিছু আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং এ আর্থিক সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে।
এ তহবিলের আর্থিক সহায়তায় আমাদের চট্টগ্রাম চ্যাপ্টারের সরাসরি তত্ত্বাবধানে ফেনীর ছাগলনাইয়াতে একটি ত্রাণ কার্যক্রমের কাজ চলছে। অন্যদিকে ঢাকা থেকে আইএবির অন্য একটি টিম আগামীকাল যাচ্ছে ফেনীর দাগনভূঞায়।
এ মুহূর্তে আইএবি সেন্টারে আগামীকালের ত্রাণ কার্যক্রমের জন্য আনা খাদ্য দ্রব্যাদি প্যাকিংয়ের কাজ চলছে। উৎসাহী স্থপতি ও স্থাপত্যের ছাত্রদের অনুরোধ করছি এখনই আইএবি সেন্টারে এসে এ কাজে সহুযোগিতা করার ও তরুন এ স্থপতিদের উৎসাহ প্রদানের জন্য।
অনেক ধন্যবাদ
সোসাল রেস্পন্সিবিলিটি কমিটি
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট