IAB Org

মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এম.পি এর সাথে বাস্থই এর একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত।

বিগত ২৬শে মে ২০২৪, দুপুর ২ টায় মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এম পি, সাংস্কৃতিক মন্ত্রনালয় , গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার – এর সাথে বাস্হই এর একটি প্রতিনিধি দলের সভা তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাস্হইয়ের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি স্হপতি ড. খন্দকার সাব্বির আহমেদ , সম্পাদক – ঐতিহ্য ও সংস্কৃতি , স্হপতি জিয়াউল শরিফ , বাস্হই হেরিটেজ কমিটির সদস্য তাহজিবুল হোসেন শাওন , স্হপতি ইমামুর হোসেন রুম্মান । সভায় আরো উপস্হিত ছিলেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান স্হপতি মীর মন্জুরুর রহমান ।

সেখানে নিম্নে উল্লেখিত বিষয়ে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে

ফলপ্রসূ আলোচনা হয়ঃ

০১. বাস্হই পক্ষ হতে প্রতিমন্ত্রী মহোদয়কে “জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষন কমিটি “ গঠনের জন্য অনুরোধ করা হয় । বর্তমান পরিস্হিতিতে এর প্রয়োজনীয়তা তাঁর সামনে বাস্হই সভাপতি গুরুত্বের সাথে তুলে ধরেন । প্রতি মন্ত্রী নিজেও সেটার প্রয়োজনীয়তা অনুধাবন করেন এবং তা দ্রুত বাস্তবায়নেব লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হন ।

০২. আজিমপুরে অবস্হিত স্হাপত্যাচার্য মাযহারুল ইসলামের নকশায় আজিমপুরে নির্মিত ৭৫ নং ভবনের সংরক্ষন ও পূণঃ ব্যাবহার উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ সম্বলিত বাস্হই প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং বাস্তবায়নে তার সাধ্যমত চেষ্টা করবেন বলে আশ্বাস দেন । এ ব্যাপারে স্হাপত্যাচার্য মাযহারুল ইসলামের জাহাংগীর নগরসহ অন্যান্য স্হাপনা যা ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে বিদ্যমান , তা সংরক্ষনে তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন বলেও জানান ।

০৩. বাস্হই সভাপতি সংসদ ভবনকে বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে সরকার কে সহায়তা প্রদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন ।

০৪. স্হাপত্যাচার্য মাযহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাস্হই এর পক্ষ থেকে যে স্মারক ডাকটিকিট প্রকাশ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে তা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে তাঁর সার্বিক সহযোগীতা কামনা করেন ।

০৫. বর্তমানে বাংলাদেশে স্থাপত্যিক ঐতিহ্য ও পূরাকীর্তি রক্ষায় কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বা প্রশিক্ষণের সুযোগ না থাকায় এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে পদক্ষেপ গ্রহণে একমত পোষণ করেন।

Scroll to Top