IAB Org

“স্থপতি বশিরুল হক ডিজিটাল আর্কাইভ” এর ওয়েবসাইট চালু করার ঘোষণা

২৪ জুন ২০২৪ প্রখ্যাত স্থপতি বশিরুল হক এর ৮২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাস্থই ধারাবাহিক কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছে। এর প্রথম অংশ হিসেবে বাস্থই “স্থপতি বশিরুল হক ডিজিটাল আর্কাইভ” এর ওয়েবসাইট চালু করার ঘোষণা দিচ্ছে।

বাস্থই -এর সম্পাদক- শিক্ষা, স্থপতি ড: মুহ: নওরোজ ফাতেমির উদ্যোগে এবং Bashirul Haq Digital Archive (BHDA) Custodial Body-র কনভেনর স্থপতি নাহাস আহমেদ খলিল সহ অন্যান্য সদস্যদের সহযোগিতায় প্রণীত এই ডিজিটাল আর্কাইভটি একটি বৃহদাকার ও ব্যাপক ডিজিটাল তথ্য ভান্ডার যেখানে প্রয়াত স্থপতির আজীবনের স্থাপত্য অনুশীলন এবং কাজসমূহ সংরক্ষিত থাকবে। প্রয়াত স্থপতির ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ডিজিটাল আর্কাইভটি অনলাইনে লাইভ হয়েছে।
নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটটি দেখার জন্য সকল সদস্যকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে:

https://bashirulhaq.com

পাশাপাশি ডিজিটাল আর্কাইভের আনুষ্ঠানিক উদ্বোধন এবং স্থপতির জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিতব্য প্রদর্শনীটি ২০২৪ সালের জুলাই মাসে আয়োজন করা হবে।

প্রয়াত স্থপতি এবং তাঁর সম্পর্কে কোনো ছবি, নথি বা স্মারক থাকলে তা contact@bashirulhaq.com এর মাধ্যমে শেয়ার করে এই ডিজিটাল আর্কাইভ গঠনে বাস্থইর সকল সদস্যকে অবদান রাখার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।

ডিজিটাল আর্কাইভটি গঠনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বাস্থই সহসভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি প্রফেসর মোহাম্মদ আলী নকি, Bashirul Haq Digital Archive (BHDA) Custodial Body-র কনভেনর স্থপতি নাহাস আহমেদ খলিল, কো-কনভেনর স্থপতি ফারহানা শারমিন ইমু, সদস্য সচিব স্থপতি মুহতাদিন ইকবাল এবং ওয়েব ডিজাইন দলের প্রধান, স্থপতি ইরতেজা আমিনকে বাস্থই এর নির্বাহী পরিষদের পক্ষ থেকে জানানো হলো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Scroll to Top