হবিগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আজ ২৬ মে ২০২৪ তারিখ, রবিবার বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট (বাস্থই) কার্যালয়ে এসে বাস্থই সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদসহ নির্বাহী পরিষদের সদস্যদের সাথে একটি মতবিনিময় সভায় মিলিত হন। এই সময় উপস্থিত ছিলেন সাইফুরস চেয়ারপারসন, শামসেয়ারা ডালি । সভায় বাস্থই নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাস্থই সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি কে এম মাহফুজুল হক জগলুল, সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সম্পাদক (সদস্যপদ) স্থপতি আহসানুল হক রুবেল, সম্পাদক (প্রকাশনা ও প্রচার) স্থপতি মো: শফিউল আজম শামীম এবং সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি) স্থপতি মো: জিয়াউল শরীফ।
সভায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। ব্যারিস্টার সুমন, সিলেটের চুনারুঘাট এলাকার ভৌত ও কাঠামোগত উন্নয়নের নানাবিধ বিষয় নিয়ে বাস্থই’র নিকট হতে পরামর্শ আহ্বান করেন।
বাস্থই সভাপতি, ব্যারিস্টার সুমন কে সম্ভাব্য সকল প্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে এই জাতীয় আরও মতবিনিময় সভার আয়োজন করে চুনারুঘাট এলাকাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার বিষয়ে আলোচনার জন্য উভয় পক্ষ একমত প্রকাশ করেন।